নিজস্ব প্রতিবেদকঃ
একটি টেকশই পৃথিবী এবং বিশ্বের ভবিষ্যত নেতৃত্বকে আরো জোরদার এবং দক্ষ করার উদ্দেশ্যকে সামনে রেখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী ২৩-২৫ জানুয়ারি “গ্লোবাল গোলস্ সামিট ২০২০” অনুষ্ঠিত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র নকীব ফাহিম (আশিক) এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এ সামিটে বিভিন্ন দেশ থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে ৫জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
নকীব ফাহিম এবং এস.ডি.জি এর কান্ট্রি অ্যাম্বাসেডর এইচ এম মার্জান রবিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ল ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপাচার্য তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের এ অগ্রযাত্রা এবং ভবিষ্যত সফলতার জন্য দিক নির্দেশনা দেন।
নকীব ফাহিম আগামী ২২ জানুয়ারি সকাল ৮.৫০ টায় ইউএস বাংলা বিমান যোগে দেশত্যাগ করবেন। আগামী ২৯ জানুয়ারি তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা যায়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে