মোঃ মাজহারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।
মধ্যেরাতে সোহারাওয়ার্দি হল ছাত্রলীগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।জানা যায়, হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা প্রতিমন্ত্রি নওফেল চৌধুরীর সমর্থিত গ্রুপ, বিজয় ও CFC এর মধ্যে সংঘর্ষ বাধেঁ।
কিছু দিন পূর্বে সোহারাওয়ার্দি হলে CFC এর দখলে থাকা রুমগুলো থেকে বিজয় গ্রুপের সমর্থকরা তাদের বিতারিত করে।পুনরায় হল দখল করার জন্য CFC গ্রুপের সমর্থকরা শনিবার মধ্যরাতে সোহারাওয়ার্দি হলে হামলা করলে বিজয়ের সমর্থরা পাল্টা আক্রমন করে,ফলে সংঘর্ষ ভয়াহব রূপ ধারণ করে বলে জানা গেছে।
এ বিষয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উৎপল চৌধুরীর কাছে জানতে চাইলে,তিনি এ বিষয়ে অবগত আছেন বলে জানান,এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে আমাদের নিশ্চিত করেছেন।
এ ঘটনার রেশ ধরে কে বা কারা শাটলের পুশপাইপ কেটে দেয় এবং স্টেশন মাস্টারকে অপহরণ করে বলে জানা গেছে।
এর ফলে রবিবার বটতলী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কোন ট্রেন ছেড়ে যায়নি।
এ পরিস্থিতিতে পূর্ব ঘোষনা ছাড়াই ল্যাব,ক্লাস পরিক্ষা স্থগিত ছিলো।ক্যাম্পাসে তেমন ছাত্র-ছাত্রীদের আনা-গোনা লক্ষ করা যায়নি।সব মিলিয়ে চবিতে থম-থমে পরিবেশ বিরাজ করছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: share like and more
Pingback: ดูหนังโชคชะตาผูกพันดวงใจ
Pingback: diyala project
Pingback: toybf