প্রচ্ছদ / প্রচ্ছদ / “চোখে চোখ” এর পরে আদনান কবির এর আসছে “কলিজা” নামের গানটি

“চোখে চোখ” এর পরে আদনান কবির এর আসছে “কলিজা” নামের গানটি

সাজেদুর আবেদিন শান্তঃ-
চোখে চোখ গানটির পর আদনান কবিরের নতুন গান আসছে কলিজা।গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এস কে শানু।গানটির সংগীত পরিচালক এইচ আর লিটন,গানটির ভিডিও পরিচালক হিসেবে কাজ করেন তরুণ প্রজন্মের জাকির চৌধুরী।

এছাড়াও আদনান কবির বেশ কয়েকটি গান কাভার করেছে। এসময়ের জনপ্রিয় শিল্পী এফ এ সুমন এর “জানরে” গানটি কভার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই তরুন শিল্পী আদনান কবীর ।এছাড়াও এই কাভার গানটি শুনে আদনানের প্রশংসা করেছে অনেকেই গানটির আসল শিল্পী এফ এ সুমন।তবে কলিজা গানটি রিলিজ পাবে কবে এ বিষয় এ আদনান বলে খুব শীগ্রই গান টি রিলিজ পাবে ইনসাফ মাল্টি মিডিয়া ব্যানারে এবং আশা করি গানটি সবার অনেক ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …