নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব আহত হওয়ায় তার মাতা ছাত্রলীগের পদবঞ্চিত দলের ৮ জনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ২য় আলাদতে
রাকিবের মাতা মোছাঃ রাশিদা খাতুন এ মামলা করেন।
দন্ডবিধির ১১৪, ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় এ মামলা করা হয়েছে।
মামলার ১ নাম্বর আসামি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত। ২ নাম্বার আসামি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।
৩ নাম্বার আসামি সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু।
পর্যায়ক্রমে অন্যান্য আসামিরা হলেন সাবেক সহ-সভাপতি আল আমিন, তৌকির মাহফুজ মাসুদ, আদিত, ইমন, হানিফ হোসাইন।
আরজিতে বাদী উল্লেখ করেন, রাকিব মাস্টার্সের ইন্টার্নশিপ পেপার জমা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসলে প্রধান ফটকের সামনে মিজানুর রহমান লালন, রাকিব-পলাশকে খুন করার হুকুম দেয়। তখন ফয়সাল সিদ্দিকী আরাফাত খুন করার উদ্যেশ্যে রাকিবের মাথায় আঘাত করে জখম করে। এছাড়া অন্যান্য আসামিগণ লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে।
গত ২১ জানুয়ারি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টরসহ আহত হয়েছিল ২০ জন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: สล็อตเกาหลี
Pingback: Zagraj w Sweet Bonanza
Pingback: essentials fear of god
Pingback: lawyer