ইবি প্রতিনিধি
ছিন্নমূল মানুষের পাশে রান্না করা খাবার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নিজ হাতে খিচুরি রান্না করে কুষ্টিয়ার কোর্টপাড়া স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে ৫০ প্যাকেট খাবার বিতরণ করেছে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে দেশ ও জাতি গঠনে অগ্রনী ভুমিকা পালন করেছে করোনার এই সমষ্টিগত বিপর্যয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনু্যায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটা নেতা-কর্মীবৃন্দ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আর এটি অব্যাহত থাকবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: rent Go X Scooters
Pingback: redirected here
Pingback: คลินิกกายภาพบำบัด ใกล้ฉัน