মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধিঃ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ স্নাতক (সম্মান) ও বিবিএ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১লা আগস্ট থেকে।আবেদন কার্যক্রম ২০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।লিখিত পরীক্ষা শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।
আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির কেন্দ্রীয় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
গতবারের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত পদ্ধতিতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ইউনিট-১ বিজ্ঞান শাখায় ৮২৫ টি, ইউনিট-২ মানবিক শাখায় ১২৭০ টি,ইউনিট-৩ বাণিজ্য শাখায় ৫২০ টি এবং বিশেষায়িত ৪টি বিভাগে (সংগীত,চারুকলা,
নাট্যকলা,ফিল্ম এন্ড টেলিভিশন) ১৫০ টি সহ মোট ২,৭৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জবি রেজিস্ট্রার জনাব ওয়াহিদুজ্জামান বলেন,নির্ধারিত জিপিএ অর্জনকারীরা প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য হতে প্রত্যেক ইউনিটে প্রথম ২৫ হাজার শিক্ষার্থী ২৩ আগস্ট হতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের ফরম পূরণ করতে পারবেন।এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসিতে ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রথম ২৫ হাজার শিক্ষার্থী নির্বাচন করা হবে।
জবি রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান আরও জানান,দুই শিফটে ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর,ইউনিট-২ এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর এবং ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।আর,বিশেষায়িত বিভাগসমূহের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: 電子 菸
Pingback: blazing crown
Pingback: briansclub
Pingback: helpful resources
Pingback: Buy Blue Xanax Bars In Sweden Online
Pingback: บริษัทรับสร้างบ้าน