মোঃ মিনহাজুল ইসলাম, সিএন নিউজ জবি প্রতিনিধিআজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিবিএ ১ম বর্ষ ইউনিট-৩ (বাণিজ্য শাখা) – এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।এবার ইউনিট-৩ এ মোট ৬১০ টি আসনের বিপরীতে ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।অর্থ্যাৎ, প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৩ জন।এদের মধ্যে ৪৫০ জন বাণিজ্য বিভাগে ভর্তি হতে পারবেন; বাকি ১৫০ জন অন্যান্য বিভাগে ভর্তি হতে পারবেন।
দুইটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০.০০ টা হতে ১১.৩০ টা পর্যন্ত জোড় রোল নম্বরধারী ১০ হাজার ১২৬ জন এবং বিকাল ৩.০০ টা হতে ৪.৩০ টা পর্যন্ত ২য় শিফটের পরীক্ষায় বিজোড় রোল নম্বরধারী ১০ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, “ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে পুলিশের সাথে সমন্বয় করে যানজট সহনীয় পর্যায়ে রাখতে গুলিস্তান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গতবারের ন্যায় এবারও জবিতে সম্পূর্ণ লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।৭২ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসির জিপিএ এর উপর ভিত্তি করে ২৮ নম্বর; অর্থ্যাৎ,মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।ভর্তি পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট jnu.ac.bd তে পাওয়া যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: local sluts
Pingback: briansclub
Pingback: checkslip
Pingback: PinUp App