প্রচ্ছদ / প্রচ্ছদ / জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা : আহত-২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা : আহত-২

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় দুজন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে একটি মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে পৌঁছালে পেছন থেকে ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা।ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা মূল ফটকের সামনে পৌঁছালে কয়েকজন পড়ে যান।তখন একজনকে বেধড়ক মারধর করে ছাত্রলীগ কর্মীরা।এসময় আরও একজন আহত হয়।

আহত ছাত্রদল নেতার নাম আব্দুর রকিব।তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের ছাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, “ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে আজ আমরা মিছিল বের করি।এসময় পেছন থেকে ছাত্রলীগ আমাদের উপর হামলা করায় কয়েকজন আহত হয়েছে।” তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …