প্রচ্ছদ / ক্যাম্পাস / জবিতে ছুটি শুরু আগামীকাল: কর্মকর্তা কর্মচারীদের ছুটি নেই

জবিতে ছুটি শুরু আগামীকাল: কর্মকর্তা কর্মচারীদের ছুটি নেই

 

জবি সংবাদদাতাঃ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের সিন্ধান্ত অনুসারে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তর খোলা থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের যথারীতি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত ছুটির নোটিশে এ বিষয়ে জানানো হয়।

নোটিশে বলা হয়, আগামী ১৭ মার্চ (মাঙ্গলবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।

এ বিষয়ে জবি কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সরকার বার্তা২৪.কম কে বলেন, আমরা মন থেকে ছুটি চেয়েছিলাম এবং ছুটির বিষয়ে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। স্যার আমাদের এই বিষয়ে আশ্বস্ত করেছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …