মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীর সাথে যৌন হয়ারানির ঘটনায় ও সারাদেশে সকল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘স্বাধীকার আন্দোলন’ ও ‘উই আর রিহ্যাসারস’ ।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় ক্যাম্পাসের সন্মুখে এই গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ মূলক উক্তি, ভাষা ও প্রতিবাদী চিত্র, যেমন- “নারী কে নারী নয় নিজের মা-বোন ভাবতে শিখুন, নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সন্মান করতে শিখুন, যে স্তনের রস তোমার শরীরের রয়েছে সে স্তনের প্রতি তোমার হিংস্র আচরণ কেন? ইত্যাদি উক্তি দিয়ে গণ স্বাক্ষর করেন তারা।
গণ স্বাক্ষর করা নৃবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী ইমা চৌধুরী বলেন, “সারাদেশে নারীর প্রতি যেভাবে নিপীড়ন শুরু হয়েছে সেটা রুখবার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কেউ কখনো হয়রানির শিকার হলে মুখ বুজে সহ্য না করে প্রশাসনকে অবহিত করতে হবে।”
‘উই আর রিহ্যাসারস’ এর মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণ স্বাক্ষর আয়োজনের ব্যাপারে বলেন, ‘উই আর রিহ্যাসারস’ একটি সামাজিক সচেতনতা মূলক দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্টের অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে।
উক্ত গণ স্বাক্ষরে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Alex Debelov Virool
Pingback: What are the benefits of cannabis pre-rolls?
Pingback: จำนำรถกรุงเทพ
Pingback: BAUC11