মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মধ্যে র্যাগিং এর কোন অভিযোগ নাই; তবুও সদ্য ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা র্যাগিং নামক অত্যাচারের ভয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় র্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র্যাগিংয়ের সাথে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে উল্লেখ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জবিতে নতুন ভর্তি হওয়া এক শিক্ষার্থী জানান, জবিতে এসে আমরা তেমন কোন র্যাগিং এর সম্মুখীন হইনি তবুও অনেকে র্যাগিং নিয়ে ভয়ে থাকে। ফলে এই বিজ্ঞপ্তি নতুন আগত শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি থাকে তা দূর করবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: เด็กเอ็น
Pingback: Thai Food Diamond creek