জবি সংবাদদাতাঃ-
‘ক্যাম্পাস আমার দ্বিতীয় বাড়ি, এসো সবাই পরিষ্কার করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রীণ ক্যাম্পাস’ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১০.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান। এবং ক্যাম্পাসে এই কর্মসূচির ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীদের ৫টি গ্রুপ ক্যাম্পাসের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং শান্ত চত্বর থেকে মেইন গেইট ও টিএসসিতে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: แทงบอลเว็บตรง
Pingback: ประวัติความเป็นมาของ แทงหวย 365
Pingback: รีวิวโรงงานจีน
Pingback: ข่าวโลจิสติกส์
Pingback: like this
Pingback: แฟรนไชส์หม่าล่าทั่ง