মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭ দফা দাবিতে দ্বিতীয় বারের মতো বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কার্যালয় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।আজ বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।এ সময়ে ভিসি বিরোধী বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন তারা।
তারপর বেলা ১ টার দিকে উপাচার্য ভবনের কলাপসিবল গেট আটকিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।এসময় উপাচার্য সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।ফলে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আন্দোলনের আহ্বায়ক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ও কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।তাঁরা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের কতটুকু সুযোগ সুবিধা তারা দিচ্ছেন। এ সময় তিনি বলেন, অবিলম্বে আমাদের ৭ দফা দাবি মেনে নিতে হবে। আজকে আমরা ভিসি ভবন অবরোধ করেছি। দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে যাবে।”
জবি শিক্ষার্থীদের ৭ দফা দাবিগুলো হলো-
১.সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে।
২.অাগামী এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে।
৩.সাত দিনের মধ্যে জকসু অাইনের খসড়া করে অাগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে।
৪.দুই মাসের মধ্যে নির্মাণাধীন ছাত্রী হল চালু করতে হবে।
৫.শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবি শিক্ষার্থীদের থেকে নিতে হবে এবং জবির ছাত্রদের জন্যে সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।
৬.নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।
৭.গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে এবং শর্ত শিথিল করতে হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: website
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: แฟรนไชส์หม่าล่าทั่ง
Pingback: diana deluxe corner fireplace