প্রচ্ছদ / প্রচ্ছদ / জবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন

জবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন

 মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে সাময়িক বিপর্যয়ে পড়ে সাংবাদিকতা বিভাগ। পরে মাহমুদের অপরাজিত ৯৬ ও আতিফের ৬১ রানের উপট ভর দিয়ে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সাংবাদিকতা বিভাগ। পরিসংখ্যান বিভাগের হয়ে রাহাত ও আদনান দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে পরিসংখ্যান বিভাগ। দলের পক্ষে পারভেজ ৪৯ ও সিয়াম ৩৭ রান করেন। সাংবাদিকতা বিভাগের হয়ে ২ টি উইকেট শিকার করেন মাহমুদ। ম্যাচশেষে বিজয়ী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. শাহ নিসতার জাহান কবির বলেন, “আমি জেতার জন্যই মাঠে এসেছিলাম এবং জিতেছি। এই টিমকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।” ম্যাচশেষে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …