জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জার্সি দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে বিভাগের ৬ টা দল অংশ গ্রহণ করবেন। এসব দলগুলোর হলো ইনফিনিটি, এফসি ম্যাক্রো ক্যাভেলিয়ার্স,এ্যালজেবরিয়ান, বেটা এফসি,এস্টিমেশন কিংস,ফোরট্রান এফসি,এ্যালজেবরিয়ান আলফা। প্রতিদিন সাড়ে ৩টার পর থেকে দুটো করে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ই মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ড. আবু সাঈদ রিপন, মোঃ মোজাফফর হোসেন, আবদুল বাতেন,মোঃ সাইফুল্লাহ সাকিবসহ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে