প্রচ্ছদ / ক্যাম্পাস / জবির প্রথম সমাবর্তন নভেম্বরে, রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ

জবির প্রথম সমাবর্তন নভেম্বরে, রেজিস্ট্রেশন শুরু ১ মার্চ

মোঃ মিনহাজুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১লা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ম সমাবর্তন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচী অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে সমাবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় হতে পাশ করা শিক্ষার্থীরা।তাদের ভাষ্য অনুযায়ী, সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ উপাদান।জবির প্রথম এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিবে আরও একধাপ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সৈকতুর রহমান বলেন, “জবি সমাবর্তন ছিল সকল ছাত্র-ছাত্রীদের প্রানের দাবি। এই সমাবর্তনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার পূর্ণতা পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কে ধন্যবাদ জানাই এই সমাবর্তনের দাবিকে সফলতায় পৌঁছে দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য।”

উল্লেখ্য যে,কয়েকমাস পূর্বে সমাবর্তনের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …