মোঃ মিনহাজুল ইসলাম,
জবি সংবাদদাতা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রধান প্রকৌশলী পদে (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে সুকুমার চন্দ্র সাহাকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বর্তমানে তিনি একই দপ্তরে মূল পদবী উপ-প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করবেন। এদিকে প্রধান প্রকৌশলীর পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছেন প্রশাসন। সোমবার (১৮ই নভেম্বর) থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করা সুকুমার চন্দ্র সাহাকে চলতি দায়িত্ব (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কি কারণে অব্যাহতি দেয়া হয়েছে এসব বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: หนังใหม่พากย์ไทย
Pingback: mega slot
Pingback: click link
Pingback: 一次性電子煙
Pingback: รับจด อย
Pingback: elephant sanctuary chiang mai
Pingback: ร้านขายเครื่องมือช่าง
Pingback: ddiyala
Pingback: เว็บตรง บาคาร่า