মোঃ মিনহাজুল ইসলাম ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস অক্ষুণ্ণ রেখে দ্রুতই নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কর্তৃক আয়োজিত এক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এই দাবি পেশ করেন। এছাড়াও লাইব্রেরি সম্প্রসারণ, বাসের ডাবল শিফট চালু, অবিলম্বে জকসু নির্বাচন, সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন নেতৃবৃন্দ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জবি শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিবের সভাপতিত্বে ও সহ-সভাপতি সুমাইয়া সোমার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা আল কাদেরি জয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক সিত্তুল মুনা হাসান।
কমরেড রাজেকুজ্জামান রতন তার বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীদের সামনে মনুষ্যত্বের প্রশ্ন, নৈতিকতার প্রশ্নটাই মূখ্য হওয়া উচিত। তাদের সেই লড়াইয়ে আসার আহ্বান জানাই।”
সভাপতির বক্তব্যে তানজিম সাকিব বলেন, “নবীন শিক্ষার্থীদের আমাদের সহযাত্রী হওয়ার আহবান জানাই। এই লড়াইটাই মুক্তির লড়াই। মেহনতি মানুষের লড়াই।”
অনুষ্ঠান শেষে সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান সংগীত পরিবেশন করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: play Aviator Kenya
Pingback: 悅刻