জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ল্যান্ড ল ক্লাবের’ উদ্যোগে ভূমি ব্যবস্হাপনা ও আইন বিভাগে ১ম আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০মার্চ) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার সমাপনী বিতর্ক অনুষ্ঠিত হয়।
‘বিচার ব্যবস্হা ও আইনের দূর্বলতা নয়, নৈতিক অবক্ষয়ই ধর্ষণের হার বৃদ্ধির জন্য দায়ী’ শীর্ষক বিষয়ের ওপর আজকের এ সংসদীয় বিতর্কে ইয়াসিন রাকিব, সেলিমা রহমান ও সুমনা রহমানের দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সেলিমা রহমান।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান খ্রিষ্টিন রিচার্ডসন, এস্টান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আতাউল করিম।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Fat Banker speziell für deutsche Spieler
Pingback: หนังโป๊
Pingback: AsterDex
Pingback: จำนำรถ
Pingback: คลินิกกายภาพบำบัด
Pingback: cat888