প্রচ্ছদ / প্রচ্ছদ / জবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার- ১

জবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার- ১

জবি সংবাদদাতা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর নাট্যকলা বিভাগের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চনার ঘটনায় জড়িত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আসামীকে গ্রেপ্তারের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

সিসি টিভি ফুটেজ এবং শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চনার শিকার জবি শিক্ষার্থী আসামীকে সনাক্ত করেন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, আমরা একজন কে গ্রেপ্তার করেছি এবং ভিকটিম তাকে সনাক্ত করেছেন। আগামীকাল আইনী প্রক্রিয়ার মাধ্যমে শনাক্তকৃত আসামীকে আদালতে উপস্থাপন করা হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় গত শুক্রবার (৬ই মার্চ) মোটরসাইকেলে করে দুই যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে। পরে ওই শিক্ষার্থীর তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজও পাওয়া যায়। সিসি টিভি ফুটেজে শিক্ষার্থী লাঞ্চনার প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …