প্রচ্ছদ / প্রচ্ছদ / জবি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের ৬ দফা দাবি পেশ : আন্দোলনের হুঁশিয়ারি

জবি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের ৬ দফা দাবি পেশ : আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ছয় দফা দাবি পেশ করেছে।অতি দ্রুত এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।দাবি মানতে কোন প্রকার তালবাহানা করা হলে দ্রুতই আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রনেতারা।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছিল শিক্ষার্থীরা।কিন্তু প্রশাসন তাদের কথার তোয়াক্কা না করায় এবার আন্দোলনে নামার অংশ হিসাবে ছয় দফা দাবি বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা।এ সকল দাবি না মানলে শিক্ষার্থীরা দ্রুতই কঠোর আন্দোলনের নামবেন বলে জানা গেছে।

দাবিগুলো হলো-

১. সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে।

২. অাগামী এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে।

৩. সাত দিনের মধ্যে জকসু অাইনের খসড়া করে অাগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে।

৪. দুই মাসের মধ্যে নির্মাণাধীন ছাত্রী হলের কাজ শেষ করে হল চালু করতে হবে।

৫. শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবি শিক্ষার্থীদের থেকে নিতে হবে এবং জবি শিক্ষার্থীদের জন্যে সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৬. নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন বলেন, “অতিদ্রুত জরুরি সিন্ডিকেট সভা ডেকে জবিয়ানদের সকল দাবি মেনে নিতে হবে জবি প্রশাসনকে।অার না মানলে আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।”

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …