প্রচ্ছদ / প্রচ্ছদ / জবি মানবিক ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

জবি মানবিক ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তিপরীক্ষার মানবিক বিভাগের (ইউনিট-২) ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর ) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ইউনিট-২ (মানবিক) এর ফল প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত ২০সেপ্টেম্বর (শুক্রবার )জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট (ইউনিট-২) এর লিখিত ভর্তিপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এতে আবেদনকারীদের মধ্যে মোট ২০ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীকে মানবিক ইউনিটে (ইউনিট-২) লিখিত ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল। তার মধ্যে ৮৫০ জন নির্বাচিত বিষয় পেয়ে উত্তীর্ণ হয়েছে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এবার জগ্ননাথ বিশ্ববিদ্যালয়েই প্রথমবারের মত সবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। আসন শূণ্য সাপেক্ষ্যে মেরিট অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …