প্রচ্ছদ / নাঙ্গলকোট / জমজমাঠ হয়ে উঠেছে নাঙ্গলকোটের কুরবানির পশুর হাট

জমজমাঠ হয়ে উঠেছে নাঙ্গলকোটের কুরবানির পশুর হাট

রবিউল হোসাইন রাজুঃ

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে প্রতিবারের মত এবারও জমে উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী দায়েমছাতী বাজার কুরবানির পশুর হাট। ঈদের আর কয়েকদিন বাকি থাকায় ক্রেতারাও ভিড় জমাচ্ছেন কুরবানির পশুর হাটগুলোতে।

ভারতীয় গরুর তুলনায় এবার দেশী গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগের শেষ নেই, তারা বলছেন গরু পরিমাণে দাম চাওয়া হচ্ছে অনেকটা বেশি।
এ কথা মানতে নারাজ গরু বিক্রেতারা, তারা বলছেন একটি গরুর পিছনে যে পরিমাণ ব্যয় হয় তা পুষিয়ে নিতে তাদের এবার কিছুটা চড়া মূল্য বিক্রি করতে হচ্ছে গবাদি পশু।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …