
অনলাইন ডেস্ক –
জরিমানা ছাড়াই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
আজ সোমবার এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জরিমানা ছাড়া কাগজপত্র নবায়নে এটি শেষ সুযোগ এবং মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কে এ তথ্য প্রচার করতে বলেছে।
গত জানুয়ারিতে এক প্রজ্ঞাপনে ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই এসব কাগজপত্র হালনাগাদের সুযোগ দেয়া হয়েছিল, যা এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
ট্রাফিক আইন অনুযায়ী, গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা না হলে নির্ধারিত জরিমানা দেবেন গাড়ির মালিক ও চালক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: ส่งsms
Pingback: y8
Pingback: หนังสั้นจีน
Pingback: ร้านเค้กวันเกิดใกล้ฉัน
Pingback: vg98
Pingback: check my source
Pingback: personal trainer bangkok
Pingback: click