প্রচ্ছদ / প্রচ্ছদ / জিয়ার নামের আগে শহীদ বাদ দেয়া ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ ৫ দাবীতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

জিয়ার নামের আগে শহীদ বাদ দেয়া ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সহ ৫ দাবীতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নামের আগে ‘শহীদ’ শব্দটি বাদ দেয়া ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুরে উপাচার্য অফিসে পাঁচ দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

জানা যায়, অন্যান্য দাবীগুলো মধ্যে রয়েছে যে কোন মূল্যে ক্যাম্পাসকে মাদকমুক্ত করা, একজন দক্ষ মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া ও বিশ্ববিদ্যালয়ে একটি মানসম্মত সুইমিং পুল নির্মাণ করা।

উল্ল্যেখিত দাবীগুলো দ্রুত কার্যকর করার জোর দাবী জানিয়েছে ইবি ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এসময় উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, আমরা মনে করি এ দাবীগুলো শুধু ছাত্রলীগের নয়, এ দাবী আপামর বাংলার জনগণের দাবী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবী। প্রশাসনের পক্ষ থেকে এ দাবীগুলো বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …