প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কুমিল্লা উওর জেলা পুর্নাঙ্গ কমিটি গঠন।

জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কুমিল্লা উওর জেলা পুর্নাঙ্গ কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লা বিভাগের আওতাধীন কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটি থেকে। জিয়া সাইবার ফোর্স জেডসিএফ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার অবঃ ওয়াহিদ উন-নবী, চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিক আরমান সত্যায়িত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

উল্লেখ্য যে এর আগে আংশিক পুর্নাঙ্গ কমিটি করা হয়, পরবর্তীতে যাচাই-বাছাই ও সংস্কার করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোঃ ইউসুফ খাঁন কে সভাপতি ও মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করা হয়, কমিটির অন্যান্য সদস্যরা হলেন

১/ সভাপতি – মোঃ ইউসুফ হোসেন খান

২/ সিনিয়র সহ-সভাপতি -মামুন উর রশিদ

৩/ সহ-সভাপতি- আহসান হাবিব

৪/ সহ-সভাপতি – কামরুজ্জামান সরকার (কামরুল)

৫/ সহ-সভাপতি – গাজী মো: সাখাওয়াত (শামীম)

৬/ সহ-সভাপতি- ইসহাক মোল্লা (বাবু)

৭/ সহ-সভাপতি- আমান উল্লাহ (আমান)

৮/ সহ-সভাপতি -মো:নজরুল ইসলাম

৯/ সহ-সভাপতি -রাকিবুর রহমান

১০/ সহ-সভাপতি মোঃ সাইফুল সরকার রিপন

১১/ সহ-সভাপতি – এ.কে শামীম ওসমান

১২/ সাধারণ সম্পাদক- মোঃ জসিম উদ্দিন

১৩/ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ আতিকুর রহমান

১৪/ যুগ্ম-সাধারণ সম্পাদক- এ.কে. শামীম

১৫/ যুগ্ম-সাধারণ সম্পাদক- হুমায়ুন কবির

১৬/ যুগ্ন-সাধারণ সম্পাদক-মোঃ রাসেল মিয়া

১৭/ সহ-সাধারণ সম্পাদক -মোহাম্মদ হাসিব উদ্দিন

১৮/ সহ- সাধারণ সম্পাদক- খন্দকার অনন্ত

১৯/ সহ-সাধারণ সম্পাদক -মোঃ শরীফ হাসান

২০/ সহ-সাধারণ সম্পাদক – মোঃ শফিকুল ইসলাম

২১/ সহ -সাধারণ সম্পাদক- মোঃ আলাউদ্দিন সরকার আকাশ

২২/ সহ- সাধারণ সম্পাদক -শামীম আহমেদ

২৩/ সাংগঠনিক সম্পাদক -মোঃ তারেক শিকদার

২৪/ সহ -সাংগঠনিক সম্পাদক -জালাল হোসেন (হৃদয়)

২৫/ সহ-সাংগঠনিক সম্পাদক – রফিক মুন্সী

২৬/ সহ-সাংগঠনিক সম্পাদক – রিশাত রিমন

২৭/ দপ্তর সম্পাদক- মোঃ সিরাজুল ইসলাম।

২৮/ সহ-দফতর সম্পাদক – আলী আহমেদ

২৯/ কোষাধক্ষ্য -গোলাম রাব্বানী হাসিব

৩০/ ক্রীড়া সম্পাদক- মোঃ সালাউদ্দিন

৩১/ আন্তর্জাতিক সম্পাদক -মোঃ গাফফার মিয়াজী

৩২/ আইন সম্পাদক -ফয়সাল আহমেদ হিমেল

৩৩/ প্রচার সম্পাদক- মোঃ মাইনুদ্দিন ঈশান

৩৪/ সহ প্রচার – মোহাম্মদ মাসুম প্রধান

৩৫/ ছাত্র বিষয়ক সম্পাদক- ফারুক আহমেদ

৩৬/ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -মোঃ মারুফ খান মহসিন

৩৭/ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডা: মির্জা মোঃ শাহ  আলম

৩৮/ সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -নাঈমুর রহমান

৩৯/ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক -নাইম পারভেজ

৪০/ সমাজকল্যাণ সম্পাদক – তানভীর আহমেদ রিহাদ

৪১/ সদস্য -মোঃ হৃদয় সওদাগর

৪২/ সদস্য -আল আমিন ভূইয়া অলি

৪৩/ সদস্য-আব্দুল্লাহ রাজিব ঈমাম

৪৪/ সদস্য -আশিকুল ইসলাম সিদ্দিকী

৪৫/ সদস্য -আব্দুল আজিজ

৪৬/ সদস্য -আরিফ হোসেন

৪৭/ সদস্য -জাহাঙ্গীর আলম

৪৮/ সদস্য -মো: কাউসার আলম

৪৯/ সদস্য – মামুন মিয়া

৫০/ সদস্য – রাশেদ আহমেদ

৫১/ সদস্য – কাজী রাসেল হোসেন

এই বিষয়ে জানতে চাইলে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা নীলা বলেন, কুমিল্লা উত্তর জেলাতে আগে আংশিক পুর্নাঙ্গ কমিটি ছিলো, সেখানে সাংগঠনিক দুর্বলতা ও এক্টিভিটি না থাকায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেন। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মজুমদার ভাইয়ের নেতৃত্বে আমরা কুমিল্লা উত্তর জেলা কমিটি নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে চমৎকার ও গঠনমূলক একটা সাংগঠনিক কমিটি গঠন করি। আশা করছি অতীতের চেয়ে নতুন সভাপতি ইউসুফ খাঁন ও মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ভালো এক্টিভিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে সকল মিথ্যা বানোয়াট প্রপাগান্ডার জবাব দিবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীতদের পক্ষে কাজ করবেন।

এছাড়াও চেক করুন

আমরা ফিরছি নতুন উদ্যমে খুব দ্রুত ইনশাআল্লাহ।।