অনলাইন ডেস্কঃ
লক্ষীপুর ,রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়। স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে সম্প্রতি বিদ্যালয় ভবন সংস্কারে প্রায় কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য, সংস্কার বা পূন:সংস্কার না করে প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই কোটি টাকার প্রকল্পটি নির্মান করছে ঠিকাদার। পুরাতন এ ভবনের বেশ কিছু অংশে রয়েছে ফাটল ও ছাদে পানি জমে ড্যামেজ। অথছ সংশ্লিষ্ট অধিদপ্তরকে ম্যানেজ করে স্থানীয়দের প্রতিবাদের মুখেও কাজ অব্যাহত রেখেছে ঠিকাদার। এতে করে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে যে কোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা। বড় ধরনের দূর্ঘটনায় সচেতন মহল জানিয়েছেন, ঝরাজীর্ন ভবনের ছাদ ধ্বসে কোন ঘটনা ঘটলে দায় কে বহন করবে?? শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই কাজের বন্দের দাবি জানায় স্হানীয় লোকজন ও স্কুল ছাত্রছাত্রীর অভিবাবকগন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: เว็บตรง สล็อต
Pingback: รับปริ้น 3d
Pingback: казино слотика