প্রচ্ছদ / ক্যাম্পাস / ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মেজবাহ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।  তিনি ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্সের ছাত্র ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …