ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম আমজাদ হোসেন(৫৬)।
এসিড নিক্ষেপ ঘটনার প্রায় ১ বছরের মাথায়় গতকাল, ০৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভেলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, আখানগর ইউনিয়নের মোস্তফা কামালের সাথে প্রতিবেশী আমজাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। উক্ত জেরকে কেন্দ্র করে
শিক্ষার্থী তানজিনার (১৬) মুখে এসিড নিক্ষেপ করার চেষ্টা করে প্রতিবেশি আমজাদ বাহিনীর দল।
এঘটনার পর তানজিনা আক্তারের বাবা বাদি হয়ে রুহিয়া থানায় ৫ জনকে আসামি করে (জি আর, ১২/১৯) মামলা করেন । প্রায় ১ বছর পর আমজাদ হোসেনকে গ্রেফতার করলো পুলিশ। দ্রুত বিচারের আওতায় এনে সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন তানজিনার পরিবার।
উলেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ইং পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি আমজাদ হোসেন শিক্ষার্থী তানজিনা আক্তারের শরীরে এসিড নিক্ষেপ করে। এতে ওই শিক্ষার্থীর শরীরের ২০ শতাংশ ঝলসে যায়।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, প্রধান আসামি আমজাদ কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: Fast delivery Montreal
Pingback: Casinò Winnita per giocare ovunque
Pingback: https://www.promaslo.kz
Pingback: elephant sanctuary chiang mai
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: ไข่สั่น
Pingback: visit their website
Pingback: cigar engraving Canada