প্রচ্ছদ / ক্যাম্পাস / ডাকসু’তে ছাত্রলীগের ঐতিহাসিক জয়

ডাকসু’তে ছাত্রলীগের ঐতিহাসিক জয়

সিএন নিউজ অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে দৃশ্যপট বদলে যেতে থাকে। সোমবার ১৮টি আবাসিক হলে ভোট গ্রহণ করা হয়। প্রথমেই অঘটন ঘটে কুয়েত মৈত্রী হলে। সেখানে একটি ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পেপার পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অপসারণ করে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করে মাহবুবা নাসরিনকে। এছাড়া আরো অনেক অভিযোগের মধ্যে ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। রাত সাড়ে ১০টা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ হলে ভিপি ছাত্রলীগের, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

সলিমুল্লাহ মুসলিম হলভিপি: মুজাহিদ কামাল উদ্দিন, জিএস: জুলিয়াস সিজার তালুকদার, এজিএস: নওশের আহমেদ। এই হলের সব পদে জিতেছে ছাত্রলীগ।

ফজলুল হক মুসলিম হল ভিপি: মাহমুদুল হাসান তমাল(স্বতন্ত্র), জিএস: মাহফুজুর রহমান(ছাত্রলীগ), এজিএস: সাহিনুর রহমান(ছাত্রলীগ)। এই হলে ৫টি পদে স্বতন্ত্র প্রার্থী ও ৮টি পদে জিতেছে ছাত্রলীগ।

কবি জসীমউদ্দীন হল ভিপি: ফরহাদ আলী, জিএস: ইমাম হাসান, এজিএস: সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছে। এই হলে সব পদেই ছাত্রলীগ জয় পেয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলভিপি: আকমল হোসেন, জিএস: মেহেদী হাসান শান্ত, এজিএস: জুলফিকার হাসান পিয়াস নির্বাচিত হয়েছেন। এই হলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও একটি সদস্যপদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। অন্য সব পদে জিতেছে ছাত্রলীগ।

হাজী মুহম্মদ মুহসীন হল ভিপি: শহীদুল হক শিশির, জিএস: মেহেদি হাসান মিজান, এজিএস: সাদিল আব্বাস। এই হলে সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।

সূর্যসেন হলভিপি: মারিয়াম জামান খান সোহান, জিএস: সিয়াম রহমান, এজিএস: সালাম মোরশেদ। এই হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছাড়া সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ওই দুই পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

বিজয় একাত্তর হল ভিপি: সজিবুর রহমান সজিব, জিএস: নাজমুল হাসান নিশান, এজিএস: আবু ইউনুস। এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ভিপি: শরিফুল ইসলাম শাকিল, জিএস: হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস: আব্দুল্লাহ আল মুমিন আবির। এই হলেও সব পদে ছাত্রলীগ জয়ী।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলভিপি: রিকি হায়দার আশা (স্বতন্ত্র), জিএস: সারা বিনতে কামাল (ছাত্রলীগ) ও এজিএস: সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)। সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। বাকি সব পদে জয়ী ছাত্রলীগ।

শামসুন্নাহার হলভিপি: শেখ তাসনিম আফরোজ, জিএস: আফসানা ছপা, এজিএস: ফাতিমা আক্তার। এই হলে ৮ পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৫ পদে জিতেছেন ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা।

জগন্নাথ হল ভিপি: উৎপল বিশ্বাস, জিএস: কাজল দাশ, এজিএস: অতুনু বর্মন। এই হলে সব পদে জিতেছে ছাত্রলীগ।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলভিপি: সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, জিএস: তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র), এজিএস: সুরাপ মিয়া। এই হলে জিএস পদ ছাড়া বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ।

স্যার এ এফ রহমান হলভিপি: আব্দুল আলীম খান, জিএস: আব্দুর রহিম সরকার, এজিএস: আল আমিন। এই হলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয় পেয়েছে।

এদিকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ছাড়া অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেছে অন্যান্য ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোট বর্জনের পাশাপাশি মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল বামজোট, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদসহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে ভোট প্রত্যাখ্যান করেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

এ সময় অন্য প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। পরে ছাত্রদলের প্রতিনিধিরাও মধুর ক্যান্টিনে আলাদা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসনের ব্যর্থতা এবং অনিয়ম ও নিয়ন্ত্রিত নির্বাচনের কারণে শিক্ষার্থীরা ভোট দিতে পারেনি- এমন অভিযোগে ভোট বাতিলের দাবি জানিয়েছে সরকার সমর্থিত জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …