সিএন নিউজ ডেস্কঃ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ। আর সাজ্জাদ আলম খান তপু সংগঠনের সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। কুদ্দুস আফ্রাদ পান ৬৫০ ভোট। আর তপু ৪৭৫ ভোট পান। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ন এ ফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে পাঁচটি প্যানেলে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি প্রার্থীরা ছিলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী ও নাসিমা আক্তার সোমা।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: Gold Lotto หวยทองเว็บหวยออนไลน์
Pingback: แบคดรอปผ้า
Pingback: รับงานเอง
Pingback: microdose psilocybin online California