সাব্বির আহমেদ সোহাগঃ-
“কাছে দূরে ঐক্যের সূরে, থাকবো মোরা হৃদয় জুড়ে” এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে, নতুন উদ্দীপনার অঙ্গীকার নিয়ে পয়েলা বৈশাখ উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস্ ইউনিয়ন অব নাঙ্গলকোট (ডিউসান) উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয় জহিরুল ইসলাম। জোনায়েদ বাগদাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
উক্ত অনুষ্ঠান ডিউসানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়। বিদায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক সন্ঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিউসানের সাবেক সভাপতি জাবেদ হোসেন এবং নুর আলম ভূইয়া ইমন, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত সাজিদ সহ বর্তমানে অধ্যয়ণরত এক ঝাক মেধাবী শিক্ষার্থী।
ডিউসান বিগত দশ বছর ধরে নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের মাঝে আত্মিক বন্ধন তৈরি করেছে। নাঙ্গলকোট উপজেলায় শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষার প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। মেধা যাচাই পরীক্ষা, কাউন্সেলিং প্রোগ্রাম, উচ্চ শিক্ষা সহায়ক বই বিতরন সহ নানামুখী ছাত্রবান্ধব কাজ করে আসছে।
নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ডিউসানের কার্যাবলী বহাল রেখে নাঙ্গলকোটের অবহেলিত শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষামুখী করার প্রয়াস চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেণ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: Labubu resale
Pingback: พิมพ์บาร์โค้ด
Pingback: เน็ต บ้าน ais