প্রচ্ছদ / ঢাকা / ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চূড়ান্ত

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি:: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র-প্রার্থী চূড়ান্ত করে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ডিএনসিসিতে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ডিএসসিসিতে আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রহমানকে মেয়র-প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই প্রার্থীকে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন দলের আমীর পীর সাহেব চরমোনাই।

সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই তাদের নাম ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ । দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন কাকে প্রার্থী করবে, তা ঠিক করে রাখা হয়েছিল চলতি মাসের শুরুতেই ।

এর আগে, ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন অধ্যাক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান । ওই নির্বাচন ইসলামী আন্দোলন বর্জন করার পরও অধ্যাক্ষ মাসউদ প্রায় ২০ হাজার ভোট পেয়েছিলেন আর আলহাজ্ব আব্দুর রহমান প্রায় ১৬ হাজার ভোট পেয়েছিলেন।

ফলে, এই দুই সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনয়নে কোনও পরিবর্তন হচ্ছে না বলেও দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রবিবার (২২ ডিসেম্বর) ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। উভয় সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …