অনলাইন ডেস্কঃ
ঢাকাস্থ কুমিল্লা সদর দক্ষিণ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর এক চাইনিজ রেষ্টুরেন্টে ঢাকায় অবস্থানরত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিশিষ্টজন, পেশাজীবি, সুধী ও ছাত্রদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
হাবিবুল হাসান সাইমনের সভাপতিত্বে ও বিল্লাল হোসাইনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মামুন হোসাইন হাবিবী, আবু কাওসার সুমন, মোবারক হোসাইন, শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।
প্রীতি সমাবেশে মামুন হোসাইন হাবিবীকে আহবায়ক, আবু কাওসার সুমন ও বিল্লাল হোসাইনকে যুগ্ম আহবায়ক এবং হাবিবুল হাসান সাইমনকে সদস্য সচিব করে ঢাকাস্থ কুমিল্লা সদর দক্ষিণ ফোরাম এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
