প্রচ্ছদ / ঢাকা / ঢাকাস্থ বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফ উদ্দিন ভুঁইয়া ।

 

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ঢাকাস্থ বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ৯৯৯ এর প্রধান ড. তবারক উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচিব ও মেট্রোরেল এর ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন ।

এই সময় আরো উপস্থিত ছিলেন পি.আই (পুলিশ পরিদর্শক) শাহজানপুর জোন, মতিঝিল বিভাগ, ডিএমপি, ঢাকা, ইউসুফ আলী চৌধুরী পিপিএম, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদ পাটোয়ারী এবং নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন ভুঁইয়া।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বক্সগঞ্জ আওয়ামী ফোরামের আহবায়ক মোঃ মিজানুর রহমান ও পরিচালনা করেন ঢাকাস্থ বক্সগঞ্জ আওয়ামী ফোরামের যুগ্ম আহবায়ক এম.এ. মোতালেব হোসেন। এই সময় অনুষ্ঠানে দেশ ও জাতির জন্য দোয়া করা হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য ও দোয়া করা হয়। এবং বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের রোগ মুক্তি কামনা ও মরহুম প্রফেসর ডঃ আহসান হাবিব মুকুলের জন্য দোয়া করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …