সিএন নিউজ অনলাইন ডেস্ক:
সাম্প্রতিক ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি, ইসমাইল হোসেন সম্রাট র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম এই খবর নিশ্চিত করেন বিবিসিকে।
সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে মামলার বিস্তারিত বলতে রাজী হননি র্যাবের এই কর্মকর্তা।
তাকে ঢাকায় নিয়ে আসা হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ ক্যাসিনো-সহ নানা দুর্নীতির বিরুদ্ধে চলা অভিযান চলছে এবং এই পুরো সময়টা ধরেই আলোচনার শীর্ষে ছিলেন এই যুবলীগ নেতা।
একদিনে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় প্রতিদিনই সম্রাটের অবস্থান এবং কর্মকাণ্ড নিয়ে নানা ধরণের প্রতিবেদন প্রকাশ হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
One comment
Pingback: ออกแบบตกแต่งภายในเฉพาะบุคคล