প্রচ্ছদ / জাতীয় / ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতির মৃত্যুতে অপু উকিলের শোক প্রকাশ

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতির মৃত্যুতে অপু উকিলের শোক প্রকাশ

সিএন নিউজ ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমার (৪৬)মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় তিনি বলেন, আজ বিকেল চারটায় বড্ড অসময়ে পৃথিবীটাকে ছেড়ে চিরবিদায় নিয়েেছে আমার প্রিয় বোন ঢাকা মহানগর দক্ষিন যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা।

২০০৩ সালের ১২ জানুয়ারী আমার বাসায় এসে ঝুমা বলেছিল “দিদি আমার বাড়ী পদ্মার পাড়ে শরীয়তপুর। দলের এই দুর্দিনে ঘরে বসে থাকতে পারছি না। আপনার সাথে যুবমহিলালীগে কাজ করতে চাই। সেই থেকে অবিরাম পথ চলা। জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হুলিয়া মামলা হামলার ভার বহন করে সংগঠন গোছানোর পাশাপাশি প্রত্যহ রাজপথে থেকে বিএনপি জামাত জোটের অন্যায় অগনতান্ত্রিক আচরণের উপযুক্ত জবাব দিতে সোচ্চার রয়েছে। আমার ভালোবাসার অধিকার আদায়ে কত যে অভিমান করতো,সেই স্মৃতির পাহাড়সম বেদনা কিভাবে সইবো জানিনা।

গতকাল তার ছোটবোন কুয়াশার ফোন পেয়েই আৎকে উঠেছিলাম, কুয়াশা জানালো ঝুমাকে হাসপাতালে ভর্তি করতে হবে সোডিয়াম আবার বেড়ে গেছে। আজ তার মৃত্যু সংবাদ শুনে নিজেকে দুর্ভাগা বোধ করছি। কারন চিকিৎসার জন্য চেন্নাই অবস্হান করায় আমি ঝুমাকে শেষবারের মত দেখতেও পারলাম না। ভাবনা গুলো ঘুরছে প্রাণের সংগঠন, একমাত্র কণ্যা,ভালোবাসার দুনিয়াটা ছেড়ে মৃত্যুর পরপারে ঝুমা কিভাবে থাকবে। তবুও স্রষ্টার কাছে প্রার্থনা তার চিরশান্তি দান করুন।

উল্লেখ্য, দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত থাকায় চিকিৎসাধিন অবস্থায় আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় ঢাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …