প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ঢাবি এলামনাই নিউজ এওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

ঢাবি এলামনাই নিউজ এওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃঃ

ঢাবি এলামনাই পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

মোট চারজন এ এওয়ার্ড পেয়েছেন। উপাচার্য ড. রাশিদ আসকারীসহ অন্যান্যরা হলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকাস্থ সরকারি বিজ্ঞান কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সরকারি বিজ্ঞান কলেজ ও সাধনা সংসদ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক বনমালি মোহন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতি বছরের ন্যায় এবারো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড প্রদান করছেন কর্তৃপক্ষ।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …

৭ মন্তব্য

  1. Pingback: więcej

  2. Pingback: 1xslot casino

  3. Pingback: Le Bandit Slot

  4. Pingback: ufa118

  5. Pingback: phuket lawyer

  6. Pingback: jav

  7. Pingback: เว็บตรงฝากถอนง่าย