প্রচ্ছদ / প্রচ্ছদ / “তার জন্মের জন্য” মোঃ মিনহাজুল ইসলাম

“তার জন্মের জন্য” মোঃ মিনহাজুল ইসলাম

সিএন নিউজ২৪.কম।

আজ হতে বিশ বৎসর আগে চিত্রা নদীর তটে
জন্মেছিল একটি কন্যা কোনো এক ফাগুনেতে,
আগমনে তার নিসর্গ যেন হয়েছিল পুলকিত
বৃক্ষরাজি পাখপাখালি হইলো উদ্বেলিত।

প্রসূত হলে দুনিয়ায় সেই কন্যায়
ভাসলো সবই আলোক বন্যায়,
মন্ত্রমুগ্ধ হইলো সকলি
দর্শে তার মায়া মুখখানি।
ফেরেশতা আসলো নিয়ে আশীর্বাদ,
দূর করলো সকল অভিশাপ।
সারা গৃহ হলো পুণ্যে পূর্ণ,
শুধু তার জন্মেরও জন্য।

কুহুরবে মাতলো বসন্তদূত
নেই যেন তার আজ কোনো দুখ,
সকলে শুনলো কোকিলের গান
উছাসে ভাসলো সকলের প্রাণ।
আজ সকলেই হলো ধন্য,
শুধু তার জন্মেরও জন্য।

কুসুমকাননে ফুটলো পুষ্প
চারিধার হলো ধন্য ধন্য,
সকলে আকুল রইলো গন্ধে,
ভাসলো সুবাস অরণ্যে বন্যে,
হর্ষের সুর বাজলো বাদ্যে,
আগমনবাণী লিখলো কাব্যে,
চারিধার হলো ধন্য,
শুধু তার জন্মেরও জন্য।

গাইলো শিল্পী খুশির গীতি
লিখলো কবিতা উদাসী কবি,
তটিনীর বেদন গেলো স্রোতে উবে,
নভ হতে কালোমেঘ গেলো ঘুচে,
প্রকৃতি হলো যে রম্য
শুধু তার জন্মেরও জন্য।

মনুষ্য আর পশু পাখিকূলে
করলো আশিস তার তরে,
যেন এই কনে হয় একদা মনীষী
জ্ঞানে গুণে ছাড়ে সকল পরিধি।
যেন জগত জমিন হয় ধন্য,
শুধু তার কর্মেরও জন্য।

উৎসর্গ : চিত্রা নদীর পাড়ে জন্মগ্রহণকারী কোনো এক কন্যাকে, যার জন্ম হয়েছিল এক ফাগুনে।
রচনাকাল : ২৭-০৭-২০১৯

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …