নিজস্ব প্রতিবেদকঃঃ
করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, হল এবং অফিসসমূহ বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
ক্লাস, পরীক্ষা, হল বন্ধ হলেও মেডিকেল সহ জরূরী সেবা সমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা কর্মীদের স্বাস্থ্যবীধি অনুসরণপূর্বক মেনে চলতে হবে বলে জানা যায়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে প্রথম দফায় গত ১৮ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হলসমূহ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরে ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৯(ক) তম জরুরি সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় দফায় ২২ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: mobile casino
Pingback: Besuchen Sie jetzt die Website, um das neueste Update zu sehen
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: mawinbet
Pingback: match predictions
Pingback: หา Influencer
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน