সিএন নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে সিএনজি স্টেশনে ১৩ জুলাই রাতে শালবন গাড়ীতে গার্মেন্টস কর্মীকে গণধর্ষনের মামলায় ২ আসামী গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) সুমন চন্দ্র রায় সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ত্রিশাল থেকে ১নং আসামী রনি (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনির দেয়া তথ্যমতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে আব্দুর রহমান (২০) কে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় ফুলপুরের ফাহিমা আক্তারের (১৫) সাথে গাজীপুরের জৈনা বাজার এলাকার অজ্ঞাতনামা একজন গার্মেন্টস কর্মী মোবাইল ফোনে কথা বলতেন। এক সময় অচেনা ঐ ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার বাসায় নিয়ে রাখেন এবং ধর্ষন করেন।
পরে ১৩ জুলাই’২০২০ইং তারিখে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় এনে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে চলে যান। মেয়েটি তার প্রেমিকের জন্য দীর্ঘসময় অপেক্ষায় থাকলে রাত গভীর হয়ে গেলে বালিপাড়া সড়কে দাঁড়িয়ে থাকা শালবন (গাড়ী নং-জ-১১-০১১৩) গাড়ীতে কৌশলে উঠিয়ে মামলায় উল্লেখিত আসামীগণ জোর করে পালাক্রমে ধর্ষন করেন এবং তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে পুলিশ একজন আসামীসহ মেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে গ্রেফতারকৃত রনির দেয়া তথ্যমতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে আব্দুর রহমান (২০) কে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে। বাকি আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত ২জন আসামী বিজ্ঞ আদালতে ঘটনার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
মেয়ের মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ১৮।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Buy glock 17 usa for sale
Pingback: تنزيل برنامج 1xBet
Pingback: https://cbdrevo.no/cbd-tannverk/
Pingback: sa789
Pingback: Giffarine
Pingback: BAUC11
Pingback: bitcoin today