প্রচ্ছদ / প্রচ্ছদ / দরিদ্র শিক্ষার্থীদের পাশে আলোর প্রদীপ

দরিদ্র শিক্ষার্থীদের পাশে আলোর প্রদীপ

সাজেদুর আবেদিন শান্তঃ

আলোর প্রদীপ সংগঠনের শিক্ষা সহায়তার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোনাতলা উপজেলার ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আমলীতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আড়িয়াচকনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নামাজখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়,দড়িহাসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,গড়ফতেহপুর জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়) শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে “বাহার উদ্দিন দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সহয়তা প্রকল্প” ও জামিল আখতার বীণু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প” এর আওতায় আর্থিক সহায়তা,শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।

সংগঠনের উপ-চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি সাংগঠনিক টিম শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে আর্থিক অনুদান,শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করে।এ সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ উপস্থিত ছিলেন আলোর প্রদীপ সংগঠনের উপ-চেয়ারম্যান মোঃ বাবলা হোসেন,হিসাবরক্ষক মোঃ মেহেদী হাসান,সাবেক যুগ্ম-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন হাসিব,সদস্য রাজিবুর রহমান শীতল, আরিফ হাসান সঞ্চয়,সাজেদুর আবেদীন শান্ত,রাসেল সরকার,গোলাপ ও কিশোর স্বেচ্ছাসেবী দলের যুগ্ম-আহ্ববায়ক মোঃ লেমন মিয়া।উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠান সমূহের ১২ জন অতি দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় অন্তরভূক্ত করে আগামী ৫ বছর সহায়তার লক্ষ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …