প্রচ্ছদ / বরিশাল / দশমিনা উপজেলা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি তুষার, সম্পাদক রাহাত

দশমিনা উপজেলা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি তুষার, সম্পাদক রাহাত

মুহিব্বুল্লাহ আল হুসাইনী:

“১৮ তে বেড়ে ওঠা ১৮ তে নাগরিক,
১৮ তে রক্ত দিয়ে একটি দেহে প্রান দিক” এই শ্লোগানে প্রতিষ্ঠিত দশমিনা উপজেলা ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ২০১৯ – ২০২০ সেশনের পূর্ণাঙ্গ কমিঠি গঠন করা হয়। এ সংগঠনের আয়োজনে গতকাল শহরের একটি অডিটোরিয়ামে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাইদুর রহমান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক । প্রধান আলোচক ছিলেন সাবেক ফোকাস মহাপরিচালক জনাব শরফুদ্দিন আহম্মেদ ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আব্দুল মান্নান খান, ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ ।উক্ত সভায় সাবেক ছাত্রনেতা আলীপুর ইউনিয়ন ছাত্র ফোরামের চেয়ারম্যান মু. আসিফুল হক তুষার কে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করেন। কমিটিতে অন্যান্য হলেন:
রাজীব আহম্মেদ রাজু ( সহ সভাপতি),বিল্লাল আহম্মেদ ( সহ সভাপতি),রেদোয়ান আল কাওসার( সহ সভাপতি ),মো:আল আলামিন ( সহ সভাপতি ),আবুল হোসেন (সহ সভাপতি),মুনাজ্জাল হোসেন রাহাত ( সাধারন সম্পাদক ),মিরাজুল ইসলাম রাজ ( যুগ্ম সাধারন সম্পাদক ),এস এম সামিম সাহমুদ( যুগ্ম সাধারন সম্পাদক),মহিউদ্দিন মহি(যুগ্ম সাধারন সম্পাদক),সিয়াম তানভীর ( সাংগঠনিক সম্পাদক ),লিমা বিনতে সুলাইমান ( মহিলা বিষায়ক সম্পাদক),ইমাম হাসান ইমরান মোল্লা ( দপ্তর সম্পাদক ),হাফেজ নুরুজ্জামান( প্রচার সম্পাদক),সাইফ বিন হাসান (রোয়েন) ( সদস্য ),হৃদয় কুমার বিকম ( সদস্য ),তালিমুল ইসলাম হামিম ( সদস্য )।

এছাড়াও চেক করুন

সবুজ বাংলাদেশ বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠন

এস আই ইমরান-  জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছেন …