হাবিবুর রহমান ।
রক্ত দিলে হয়না ক্ষতি / জাগ্রত হয় মানবিক অনুভূতি। জীবন দিয়ে জীবন নয়/ রক্ত দিয়ে জীবন জয়। রক্তমাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রান/ একবার নয় বারবার মোরা করিবো রক্তদান!
আমরা তো সব রক্ত যোদ্ধারা এই শ্লোগানগুলো মুখে নিয়ে আত্ম-মানবতার সেবায় এগিয়ে যাওয়ার কথা ছিলো। তবে কেনো যেন দিন দিন রক্তদানের প্রতি আমাদের এক ধরনের বিমুখিতা কাজ করছে! কি তার কারন? আসলে দোষ কি তাহলো আমাদের স্বেচ্ছাসেবী বা রক্তদাতাদের? নাকি ফ্রী জিনিসের মূল্যায়ন কম হয়! এই সত্য যুগ যুগ ধরেই মেনে নিতে হবে! যদি তাই না হয় আপনার আত্মীয় স্বজন যখন অসুস্থ, ব্লাড লাগে। তখন আপনি পাগলের মতো খুঁজছেন একজন রক্তদাতাকে এক ব্যাগ রক্তের জন্য। আর আমাদের একজন কর্মী গভীর রাত্রে আপনার মোবাইল কল পাওয়ার পর আর ঘুমিয়ে থাকতে পারে না। তারা ঠিকই ছুটে যায় আপনার আত্মীয় স্বজনের জীবন বাঁচাতে।
আপনার কাছে আপনার বাবা, মা, ভাই, বোন, আত্নীয় স্বজন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অন্য কোনো ভাইয়ের কাছে সেটাও গুরুত্বপূর্ণ। তাই সবাই সবার জন্য এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে রক্ত যোদ্ধাদের মনোবল বৃদ্ধি পাবে। তারা উৎসাহ অনুপ্রেরণা পাবে! মনে রাখবেন একেকজন রক্তদাতা একেকজন সুপার হিরো, প্রকৃত রক্তযোদ্ধা, মানবতার শ্রেষ্ঠ কর্ণধার।
মনে রাখবেন গর্ভবতী মায়ের জন্য অন্তত দুইজন রক্তদাতা প্রস্তুত রাখবেন। আসুন মানবতার সেবায় এগিয়ে আসি স্বেচ্ছায় রক্তদানে। আপনার এক ব্যাগ রক্তে বাঁচতে পারে একটি প্রাণ তাহলে কেনো নয় রক্তদান।
লেখক,
হাবিবুর রহমান
প্রচার সম্পাদক
আশার আলো ব্লাড ডোনেশন অর্গানাইজেশন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

One comment
Pingback: เว็บตรงฝากถอนง่าย