প্রচ্ছদ / ঢাকা / দুই বাসের পাল্লায়, চিপায় প্রাণ গেল যুবকের

দুই বাসের পাল্লায়, চিপায় প্রাণ গেল যুবকের

সিএন নিউজ ডেস্কঃ

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল ১৯ ফেব্রুয়ারি, বুধবার রাত ৯টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে দুর্ঘটনাটি ঘটে। জিন্স প্যান্ড ও গ্যাঞ্জি পরিহিত ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সায়েদাবাদ জনপথ মোড় দিয়ে বুধবার রাত ৯টার দিকে সড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এসময় পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে চলা দুটি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও চেক করুন

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় র‌্যাবের অভিযান

নিউজ ডেস্কঃ- আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন …