স্টাফ রিপোর্টারঃ
সূর্যের প্রতিদিনকার যে চিরাচরিত রূপ। আজকের দিনে তা ভিন্ন রূপে দেখা মিলেছে কুমিল্লার আকাশে। এ নিয়ে মানুষের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
উৎসুক জনতা বেশ আগ্রহ সহকারে দেখছে আজকের ভিন্নরূপে দেখা দেওয়া সেই সূর্যকে।
সকাল থেকেই রঙ্গিণ রংধনু সূর্যের চারপাশে ঘিরে রেছেছে। এছাড়া সূর্যকে ঘিরে রেখেছে মেঘাচ্ছন্ন আবরণ। এ যেন সূর্যের নতুন রূপ। নতুন চেহারা। সবাই বলছে- এ কোন রূপ সূর্যের। পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে ?
তবে বিশেষজ্ঞদের কথায়, ‘এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য। যার নাম ‘সূর্য-বলয়’। বর্ষার ঠিক আগে বা পরে ভূপৃষ্ঠ থেকে পাঁচ-দশ কিলোমিটার উঁচুতে আকাশে যখন জমাট মেঘ তৈরি হয়, তখনই এই ধরনের সূর্য-বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয় ৷ আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। সেই শিলার অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়।
সূর্য চারপাশে এই আশ্চর্য বলয়কে বিজ্ঞানের ভাষায় “হ্যালো” বলে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ওয়েবসাইট থেকে জানা যায় এই বলয় ২২ ডিগ্রি হ্যালো (halo) নামে পরিচিত। বিষয়টি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা বলেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ছোট ছোট বরফকণা রয়েছে। সূর্যের আলো স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছানোর পর বরফে পড়ে তা প্রতিসরণ হয়। হ্যালো ২২ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে ২২ ডিগ্রি হলেই এই বলয় সবচেয়ে উজ্জ্বল হয়। বায়ুমণ্ডলে জমে থাকা বরফ কণা থেকে প্রতিসরণ হওয়ায় বৃষ্টিরও সম্ভাবনা থাকে। ৩০ এপ্রিল ২০১৬ সালেও দেখা গেছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
