এমডি শাহিন মজুমদার (প্রকাশক ও চেয়ারম্যান
সিএন নিউজ২৪.কম)
আজ এক দশকে পদার্পণ করছে আমাদের নাঙ্গলকোট পত্রিকা। দেশ-সংস্কৃতি-গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের নাঙ্গলকোট বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও রুচিশীল সংবাদ প্রকাশে উদাহরণ সৃষ্টি করেছে । নাঙ্গলকোট’র বুকে প্রথম অনলাইন হিসেবে ভালোই করেছে পত্রিকাটি ।
বিশেষ করে দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাপ্পি মজুমদার ইউনুস ভাই সাংবাদিকতা পেশার একজন দক্ষ কারিগর । ওনার হাতে গড়ে উঠেছে অনেক তরুণ সাংবাদিক। ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষতায় আগামীতে মাল্টিমিডিয়া জার্নালিজম ও ডিজিটাল বিনোদন জগতেও আমাদের নাঙ্গলকোট এগিয়ে যাবে বলে আশা করছি। এর মাধ্যমে নাঙ্গলকোটের কৃতি সন্তানদের প্রতিচ্ছবি তুলে ধরা এবং উদীয়মান এবং অভিজ্ঞ ব্যক্তিদেরকে তুলে ধরে সমাজের বিদ্যমান কল্যাণ সাধনে অংশীদার হওয়া এবং অসহায় ও জনগণের পাশে থাকবে অতীতের মতোই সেটাই আশা করি।
২০১০ সালের ১ অক্টোবরে পত্রিকাটি অনলাইনে পা দিয়ে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছে দেশ ও জাতির জন্য । এরই মধ্যে ২০১২ সালের শেষ সময় থেকে ২০১৫ পর্যন্ত আমি ও দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকায় বেশ কয়েকটি নিউজ আমার নিজ হাতে লিখেছি এবং অত্যন্ত মানসম্মত নিউজ করেছেন বাপ্পী ভাই। এবং নিউজগুলো ব্যাপক ভাবে প্রচারিত হয়। সেই থেকে দৈনিক আমাদের নাঙ্গলকোট পরিবারকে আমার দেখা জানা ও পথচলা। তাই আগামীদিনে সিএন নিউজ২৪.কম ও দৈনিক আমাদের নাঙ্গলকোট পরিবার এক হয়ে যাতে কাজ করে এবং একসঙ্গে পথচলা হয় সেই দিকে আমার ও ইচ্ছা আছে। পরিশেষে ১০ বছরের পদার্পণে দৈনিক আমাদের নাঙ্গলকোটের সকল সাংবাদিক, কলাকৌশলী, বিজ্ঞাপনদাতা, সম্পাদনা পরিষদ ও দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকা পরিবারের সকলকে – শুভেচ্ছা ও অভিনন্দন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে