প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / দৌলতপুর বন্ধু মহলের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুর বন্ধু মহলের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ-

“অক্সিজেনের হ্রাস কমাই, বাড়ির পাশে গাছ লাগাই “এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দৌলতপুর বন্ধু মহলের উদ্যোগে বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছের রোপন করা হয়।

বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সংগঠনটির সভাপতি
মোঃ এবায়দুল হক (ওবায়েদ) সাধারণ সম্পাদক মো কামাল উদ্দিন, নির্বাহী সদস্য মো হাছান আহমেদ, সাবেক সভাপতি মো হাবিবুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ।

দৌলতপুর বন্ধু মহলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে ভারসাম্য ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তাই সবাইকে বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …