প্রচ্ছদ / প্রচ্ছদ / দ্বিতীয় নিমন্ত্রণ

দ্বিতীয় নিমন্ত্রণ

আব্দুল কাদের।

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের বাংলায়?
যেথায় দেশের স্বার্থে কথা বলায় আবরার খুন হয়।
যেথায় দেশকে অপমান করেও প্রিয়া সাহা সম্মান পায়।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের বাংলায়,
যেথায় জননেতারা চাল চুরি করে,
অসহায় মানুষ না খেয়ে মরে।
কোথায় গেলে কার কাছে গেলে পাবো বিচার হায়।
তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের বাংলায়?
মোর দেশে ফলে সোনার ফসল,
কিন্তু কৃষক পায়না তার দাম।
ব্যবসায়ীরা তা দিয়ে কামায় লক্ষ লক্ষ টাকা।

নুসরাত, রিফাত, বিশ্বজিৎ এমন হাজার রতন
জনসম্মুখে পুড়িয়ে কুপিয়ে করলো তাদের খতম।
মাসের পরে মাস চলে যায় হয়নি তার বিচার
কত ঘটনায় চাপা পড়ে গেছে, হবেকি বিচার আর?
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের বাংলায়??
যেথায় ধর্ষিতা নারী কাঁদছে একা কেউ নাই তার পাশে,
ধর্ষকেরা ক্ষমতার জোরে ঘুরছে অনায়াসে।
যেথায় ঘুষ ছাড়া তুমি চাকরি পাবেনা,
চাঁদা না দিলে ব্যবসা হবে না,
আরো কত কি আছে।
যাবে তুমি ভাই, যাবে মোর সাথে, আমাদের বাংলায়??

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …