নিজস্ব প্রতিবেদক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মালম্বীদের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন ও দীপাবলি উৎসব পালন করেছে।
রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনালয়ে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দিরে, মণ্ডপ ও মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে সামনে এবং টিএসসিসির সামনে মোমবাতি প্রজ্বলন, আতশবাজি, ফানুস উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাশিদ আসকারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: รับทำการตลาด
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: เน็ตบ้านทรู
Pingback: Sweet Bonanza slot